
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি সদর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, উপযুক্ত খাদ্যদ্রব্য সরবরাহ ও দ্রব্যমূল্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে সদর বাজারে এ মতবিনিময় সভা করা হয়। আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু এবং আশাশুনি সদর বাজার হোটেল ও রেস্তরা মালিক সমিতির সভাপতি মোঃ আঃ আলিম ও সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় আলোচনা রাখেন।
বক্তাগণ বলেন, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় আশাশুনি সদরে নিত্য প্রয়োজনীয় মালামাল, খাদ্যদ্রব্য ও ইফতারী সামগ্রী ব্যবসা চলছে। এখানে স্থায়ী ব্যবসায়ী হোটেল রেস্তরা মালিকরা গ্লাস দারা তৈরি স্থানে নিরাপদ ভাবে ভাজা ও রান্না দ্রব্য রেখে বিক্রয় করে থাকেন। রমজান উপলক্ষে অস্থায়ী ইফতারী ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে ও স্বাস্থ্যকর পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য কর্মকর্তারা তৎপর রয়েছেন। ইফতারী সামগ্রী তৈরিতে প্রয়োজনীয় তেল, ময়দা, বেসন, বেগুন, আলু, পেয়াজসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও ইফতারী সামগ্রী সহনীয় মূল্যে বিক্রয় করা হচ্ছে। কিন্তু ২টি পত্রিকায় আশাশুনি সদরে বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল, রেস্তরা ও ভাজার দোকানে মালামাল বিক্রয়সহ যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন, অমূলক এবং রমজানের প্রথম দিনেই বাসি খাবারের অভিযোগকে হাস্যকর উল্লেক করে বক্তাগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন। সভায় সকল ব্যবসায়ীকে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্য তৈরি ও বিক্রয় কাজে আরো যত্নশীল হতে আহ্বান জানান হয়।