
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উপজেলার দু’টি ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মঙ্গলবার উপজেলার কুল্যা ও দরগাপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠান সমুহের কার্যক্রম, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর দরগাপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় নির্মিত ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় নির্মিত ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি উপস্থিত ছিলেন।