
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রেসক্লাবে উপস্থিত হয়ে নব নির্বাচিতদের পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
২২ সেপ্টেম্বর আশাশুনি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি এস এম আহসান হাবিব, সিনিঃ সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম সম্পাদক মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, অর্থ সম্পাদক এম এম নূর আলমকে ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন বলেন, সাংবাদিক তথা প্রেসক্লাবের সাথে আমরা সব সময় সুসম্পর্ক স্থাপন করে কাজ করে এসেছি। নব নির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জ্ঞাপন করে সমাজ থেকে অন্যায় ও অপকর্ম দূর করতে ও দেশের কল্যাণে আমরা তাদের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রæতি দিচ্ছি। আগামীতে আমরা আশাশুনির উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি। এসময় প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।