আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সিঃ সহ-সভাপতি আঃ আলীম, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, বোরহান উদ্দিন বুলু, নূর আলম, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, আশিকুজ্জামান আশিক, হাসান ইকবাল মামুন, জগদীশ চন্দ্র সানা, সুব্রত কুমার, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত, আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তা ও মনোনীত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এমএম নুর আলম, দপ্তর সম্পাদক এম হাবিবুল্লাহ বিলালী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান ইকবাল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রঃ শেখ আশিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য জি এম মুজিবুর রহমান, জিএম আল ফারুক ও সমীর রায়।