
আশাশুনি ব্যুরো: আশাশুনি প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তির লক্ষ্যে ১৫ জন নতুন সাংবাদিককে মনোনীত করা হয়েছে। শনিবার বিকালে মনোনীত সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য তফশীল ঘোষণা করা হলে ২২ জন সাংবাদিক সদস্য অর্ন্তূক্তির আদেবন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে তাদের মধ্যে ১৫ জনকে বৈধ হিসাবে মনোনীত করা হয়েছে। নতুন সদস্য হিসাবে মনোনীতরা হলেন, সোহরাব হোসেন, নূর আলম, আবুল হাসান, মইনুল ইসলাম, শেখ বাদশা, ইয়াছির আরাফাত, জ¦লেমিন হোসেন, শরিফুল ইসলাম মুকুল শিকারী, আশিকুর রহমান, সুব্রত দাশ, ফয়জুল কবির, শাহজাহান হাবিব, ইলিয়াছ মোল্যা, জগদীশ সানা ও জাকির হোসেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, ভীষ্মদেব, মাসুম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মোক্তাজুল ইসলাম, জসিম উদ্দিন ও ফিরোজ আহম্মেদকে সহযোগি সদস্য হিসাবে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগামীতে তারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে গঠনতন্ত্রের শর্ত পুরনে সক্ষম হলে তাদেরকে সদস্য হিসাবে মনোনয়নে অগ্রাধিকার দেয়া হবে।