
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুকের ছোট ভাই গোলাম রসুল (৩৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)। সোমবার (২৮ মার্চ) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন।
আশাশুনি গ্রামের অবসর প্রাপ্ত পাউবো কর্মকর্তা গোলাম মোস্তফা মোল্যার ছোট ছেলে গোলাম রসুল রবিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তিনি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দ্রæত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে শেষ রাতে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এদিন বাদ জোহর মাদার দীঘি পুকুর চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ আবুল হাসান। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ বাকী বিল্লাহ। নামাজে জানাযার পূর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, স ম সেলিম রেজা সেলিম, স ম হেদায়েতুল ইসলাম, ঢালী মোঃ সামছুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, ড. আবুল হাসান, হুমায়ুন কবির সুমন, আবুল কালাম আজাদ বুলবুল, রাশেদ সরোয়ার শেলী, তুহিন গাজী, মরহুমের বড় ভাই জি এম আল ফারুক, প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সেক্রেটারী এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আলী নেওয়াজ, আকাশ হোসেন, নূর আলম, গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, ফয়জুল কবির, শেখ আরাফাত, বাহবুল হাসনাইন, আলা উদ্দিন প্রমুখ।