
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক : আশাশুনিতে পল্লী সমাজের ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪ মার্চ) সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন সমন্বয় সংগঠন ও পল্লী সমাজের সভানেত্রী বিউটি পারভীন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক। বক্তব্য রাখেন বুধহাটা ইউনিয়নের পল্লি সমাজের সহ প্রধান স্বপ্না রানি,মেরিনা পারভীন। উক্ত সভায় পরিচালনা করেন ব্র্যাকের কর্মী এফ ও উজ্জ্বল হোসেন। বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পল্লি সমাজের সদস্য ও সহ প্রধান মোসলেমা খাতুন,খাদিজা খাতুন,আনোয়ারা বেগম,সন্ধ্যা রানি,সেলিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন । উক্ত সভায় পল্লী সমাজের সদস্য সভানেত্রী, এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।