
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ১৭ থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়ব্রত ঘোষ। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন ও সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। অনুষ্ঠানে ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ মৃনাল কুমার বিশ^াস, প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।