
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা সদরের ভাঙ্গন কবলিত পাউবোর বেড়ীবাঁধ নির্মানের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে আশাশুনি নাগরিক সমাজের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। আশাশুনি সদরের মানিকখালী ব্রীজ হতে দয়ারঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ২ কিঃ মিঃ খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ চরম জরাজীর্ণ হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধটি ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দীর্ঘ ৬ মাসেও বাঁধটি নির্মান করে নদীর পানি ভিতরে জোয়ার ভাটায় উঠানাম করছে। এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বাঁধটি দ্রুত নির্মান করে এলাবাসীকে রক্ষার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার কাছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। নাগরিক সমাজের সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রেসক্লাব সেক্রেটারী সমীর রায়, খালিদ হোসেন, রণজিৎ কুমার বৈদ্য, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন।