আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনিতে কর্মরত দৃষ্টিপাত সাংবাদিক ও পত্রিকা পরিবেশকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো জিএম আল ফারুক, বিশেষ প্রতিনিধি এম এম নুর আলম, বড়দল প্রতিনিধি প্রভাষক শিবপদ সরকার, প্রতাপনগর প্রতিনিধি মাসুম বিল্লাহ, শ্রীউলা প্রতিনিধি শাহজাহান হাবীব, কুল্যা প্রতিনিধি আব্দুল মোমিন, পত্রিকা পরিবেশক নূর ইসলাম (আশাশুনি), রেজাদুল হক (বুধহাটা), নূর ইসলাম (কাদাকাটি), আব্দুর রশিদ (মহিষকূড়), আমানউল্লাহ (প্রতাপনগর) প্রমূখ। এসময় শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। উল্লেখ্য, শনিবার রাত অনুমানিক ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্নালিল্লাহি——রাজিউন)।