
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি:
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বুধহাটা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় অফিসার ইনচার্জকে থানা ভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বণিক সমিতির নেতৃবৃন্দ।
এসময় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুন হোসেন, বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সহ সভাপতি বাপ্পী দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, কোষাধ্যক্ষ অজয় পাইন, সহকোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, ত্রাণ বিষয়ক সম্পাদক মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ওসি মমিনুল ইসলাম বলেন, আমি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তবে এ থানা এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, দালাল বাটপারের কোন স্থান নেই। বুধহাটা বাজারটিতে রাতে নিরাপত্তার বিষয়টি জানতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যে কোন সমস্যার মোকাবেলা করতে আশাশুনি থানা পুলিশ সজাগ রয়েছে।