
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কেয়ারগাতি গ্রামের ভূমিহীন অসহায় পরিবার ডিসিআর পাওয়া জমির দখল পেতে ও জবর দখলকারীদের অত্যাচার থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে কেয়ারগাতি ইউসুফ আলীর দোকানের সামনে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ডিসিআর প্রাপ্ত পরিবার ও নির্যাতনের শিকার গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডিসিআর পেয়েও হয়রানীর শিকার মোজাম্মেল হোসেন, সাহিনা খাতুন, রোকেয়া বেগম, বাবলু সরদার, মিন্টু, শাহিনুর গাইন, নিরুফা প্রমুখ। বক্তাগন বলেন, ২০২২ সাল থেকে আমরা সরকারের নিকট থেকে রাজস্ব পরিশোধ করে বিধি মোতাবেক ডিসিআর গ্রহন করে আসছি। পুরাতন ৩১ জন, নতুন ১৯ জন ও আশাশুনি সদরের ১০ জন মোট ৬০ জন ভূমিহীন ৬০ বিঘা খাস জমি ডিসিআর নিলেও এলাকার ত্রাস, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নেতা এলিন সানা ক্ষমতার দাফট দেখিয়ে আমাদের ৩১ জনের জমি জবর দখল করে রেখেছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানী করা হয়ে থাকে। গ্রামে ঢুকে প্রকাশ্যে মারপিট, মান সভ্রম বিনষ্ট ও আশাশুনির তার আত্বীয়কে দিয়ে নির্যাতন করে থাকে। গ্রামের প্রায় ৯০% মানুষ তাদের অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছে। ঘর থেকে বের করে মারধর ও নির্যাতন করা হয়। পুরুষরা আশাশুনিতে গেলে নাজেহাল করা হয়। আমরা তাদেরকে এবার এক মাসের মধ্যে জমি ছেড়ে দিতে সময় দিয়েছিলাম। কিন্তু তারা ছাড়েনি। বাধ্য হয়ে জমিতে গেলে আমাদেরকে আবারও একই ভাবে দখলচ্যুত করে। এবং ষড়যন্ত্রমূলক ভাবে নিজেরা নিজেদের বাসা ভেঙ্গে দিয়ে উল্টো আমাদের নামে ঘর ভাঙ্গা, মাছ লুট করে নেওয়াসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে থানায় দুটি এজাহার থানায় জমা দেয়। আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ, নির্যাতিত, দখলচ্যুত, মারপিটের শিকার বিপদগ্রস্ত ভূমিহীন পরিবার। আমাদের বেঁচে থাকার উপায় দিনদিন ক্ষীন হয়ে আসছে। আওয়ামীলীগের আমলে তাদের দাপটে নিপরাযন্ত হয়েছি, এখন নিরপেক্ষ সরকারের সময়ও তাদের হাতে নিস্পেষিত হচ্ছি। এব্যাপারে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সেনা বিহিনীর কাছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।