
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়িয়ে থাকেন। মানুষের সুখ-দুঃখ শ্রবণসহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করার প্রত্যয় নিয়ে নিয়মিত বিচরণের মাধ্যমে তিনি সরব উপস্থিতি বিদ্যমান রেখে আসছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি শোভনালী ইউনিয়নে ছিলেন। বৃহস্পতিবার তিনি হঠাৎ করে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়েন এবং সাতক্ষীরা শহরে তার বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি ও তার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনার জন্য সকলের কাছে অনুরোধ জানান হয়েছে।