
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার উপজেলা চেয়ারম্যানের হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। এসময় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যোগাযোগ ও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এসময় তিনি সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। শুভেচ্ছা উপহার প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।