আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইন্সপেক্টর তদন্ত মো. রফিকুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, বুধহাটা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কুল্যা চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, বড়দল চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, খাজরা প্যানেল চেয়ারম্যান বাচ্চু, শ্রীউলা চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আনুলিয়া চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ, আশাশুনি হাসপাতালের আরএমও ডা. দীপন কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। সভায় ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সব শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, প্যারালাইসেসসহ বিভিন্ন রোগের ৫০ হাজার টাকা করে ৭জনকে ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট