
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবম মোছাদ্দেক, মোনায়েম হোসেন, আব্দুল আলীম মোল্যা, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী প্রমুখ। সভায় মানিকখালী সেতুতে টোল আদায় বন্ধ করা, বদরতলা ওয়াপদা গেটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।