
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তরণ আশাশুনি কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অবঃ অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও দৈনিক পত্রদূত সম্পাদক এড. আবুল কালাম আজাদ। শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসদ সেক্রেটারী প্রভাষক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, আছাদুজ্জামান লাবু, উপজেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রবীন রাজনীতিবিদ রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার, জাপা সভাপতি রুহুল আমিন, লিংকন, বাবু, আহসান উল্যাহ, অবঃ প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, অবঃ শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, রিপোর্টার্স ক্লাবের এম এম সাহেব আলি, সহকারী অধ্যাপক রেহেনা আক্তার প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা নাগরিক কমিটির সাথে একযোগে আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।