আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা জাতীয় পার্টির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাপা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জাপা সভাপতি রুহুল আমিন।
সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, রফিকুল ইসলাম, বাচতুল্লাহ, ইউনুছ আলি, আঃ মান্নান, শ্রীউলা ইউনিয়ন সভাপতি জামিরুল ইসলাম, শোভনালী সভাপতি গোলাম মোল্যা, বুধহাটা সভাপতি মুনছুর, সেক্রেটারী রেজবিদান, বড়দল সভাপতি মফিজুল ইসলাম, আশাশুনি সদর সভাপতি আঃ রহিম, জাকির, নূর ইসলাম, মাহতাব, আঃ মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কোভিট -১৯ থেকে এলাকাবাসীকে রক্ষায় সতর্ক থাকা, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন হায়দার, বুধহাটার আঃ কাদের, তুয়ারডাঙ্গার শহীদ মোল্যা, আশাশুনি গুচ্ছ গ্রামের মন্টুর মৃত্যুতে ১ মিনিটি নিরবতা পালন ও দোয়া করা হয়। এছাড়া জাতীয় রাজনীতির প্রেক্ষাপট ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় প্রার্থী সংগ্রহ ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।