
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে ঢাকাস্থ আশাশুনি উপজেলা ছাত্র কল্যাণ সমিতি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের শুরুত উপজেলা চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আশাশুনি উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান। এসময় তিনি তাদের সমস্যার কথা শোনেন ও সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় সহযোগিতা করার আহ্বান জানান। ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দকে সুন্দর আশাশুনি গড়ে তোলার আহ্বান জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র ঢাকাস্থ আশাশুনি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমিতির নেতা আফ্রিদি শাহ, হাবিবুল্লাহ বাহার, আমানুল্লাহ পারভেজ, তৌহিদুল, আবু সাঈদ, দিবাকর বসাক, আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।