
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সাথে কাদাকাটি ও বড়দল ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
উপজেলা চেয়ারম্যানের চাপড়াস্থ বাসভবনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনময় কালে উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের গতিধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার উন্নয়নের গতি বাঁধাগ্রস্থ করতে একটি চক্র গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে। বাঁধা গ্রস্থকারীদের প্রতিহত করে উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখতে হবে। দূনীতিবাজ মাদক ব্যবসায়ী সহ ঘৃণিত অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িতদের আওয়ামীলীগে স্থান নেই। নৌকার বিরোধিতাকারী ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের জড়িতরা এ সংগঠনের লোক ছিল ন,া ভবিষ্যতেও থাকবেনা। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা এম এম সাহেব আলী, কাদাকাটি ইউনিয়ন তরুন যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বড়দল আওয়ামী বাস্তহারালীগ সভাপতি আবুল হোসেন রাজুসহ আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।