
আশাশুনি প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আশাশুনি উপজেলা শাখার সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক (সুপারিশ ক্ষমতাপ্রাপ্ত) হাবিবুল্লাহ হাবিল, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহহেল সাগর মজিদ ও এসএম আশিকুজ্জামান আশিককে সদস্য সচিব করে কেন্দ্র থেকে সদ্য ঘোষিত ৩১ সদস্যর আহবায়ক কমিটি ঘোষণা করায় উক্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, ইসমাইল হোসেন, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, ছাত্রনেতা জাকির হোসেন, মুয়াব্বাজ হোসেন, সোহাগ আলম, সাব্বির রহমান, খায়রুল ইসলামসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।