
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন (৩) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুহুল কুদ্দুস (চেয়ারম্যান) ও মো. শামসুর রহমান। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুর রহমান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম গাজী, মো. মইনুর হোসেন, মো. শওকত হোসেন ও মো. মমিনুর রহমান।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আব্দুর রব। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা হারুনার রশীদ, মো. বকুল শিকারী ও বাসুদেব মণ্ডল,সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিকুর রহমান শাওন এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে হিসাব রক্ষক হিসেবে মো. আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মো. শাহেদুজ্জামান এবং প্রচার সম্পাদক হিসেবে মো. কবিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুস সালাম (গদাইপুর), মো. নাজমুল ইসলাম, মো. হাবিবুর রহমান (বাবু) ও মো. জুয়েল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটি আশাশুনি উপজেলার ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

