
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদৃগ্ধ দিবস উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর সহযোগিতায় এবং উত্তরন বাস্তবায়িত কেয়ার প্রকল্পের উদ্যোগে দিবসের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৫ ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম। মূল নিবন্ধ পাঠ করেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার খালেদা হোসেন মুন। সভাপতির বক্তব্যে ডা. মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মের মেধার বিকাশ সঠিকভাবে হতে হবে। এজন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। প্রতিটি শিশুকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে এবং ৬ মাসে পর থেকে ২ বছর পর্যন্ত ঘরে তৈরি বাড়তি খাবারের পাশাপাশি মায়ের দুধ চালিয়ে যেতে হবে।