
★ আঃ মান্নান চতূর্থবার সভাপতি নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিআরডিবি মিলনায়তে নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মোঃ আব্দুল মান্নান চতূর্থবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি পদে মোঃ আমিরুল ইসলাম এবং সদস্য পদে আহ্লাদ কুমার মিস্ত্রী, আভাষ দাশ, মাওলা বক্স গাজী, সুশান্ত সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসময় নির্বাচন কমিটির সদস্য সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল, সদস্য উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক আল কাফী উপস্থিত ছিলেন। বহু সমবায়ী, প্রেস ক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল পাওয়ার পর নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, আমি সভাপতি না থাকলেও সব সময় সমবায়ীদের পাশে ছিলাম। বিগত কমিটির সময় ৯ মাস বেতন বন্ধ ছিল, আমি নিজ প্রচেষ্টায় বেতন পাওয়ার ব্যবস্থা করি। আগামীতে ইউসিসিএ লিঃ যথাযথ ভাবে পরিচালনা, সমবায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিন বিকালে নব নির্বাচিত সভাপতির সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।