
আশাশুনি প্রতিবেদক:
আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে মৎস্যজীবি সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। সোমবার বিকালে ইউএনও’র কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জেলা সাধারণ সম্পাদক নিতাই ঢালী, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শিবপদ মন্ডলসহ উপজেলা নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় ইউএনও ইয়ানুর রহমান উপজেলার জলমহল, ভ‚মিহীন ও সাধারণ নাগরিকের অধিকার বাস্তবায়নে তাদের সহযোগিতা ও সরকারি সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে যুক্তিসংগত সাপোর্ট কামনা করেন।