
বিশেষ প্রতিবেদক: ডলার পার্টি নামে খ্যাত আশাশুনির কূল্যা ইউনিয়নের শান্ত বাহিনী অস্ত্রের মুখে আড়াইলক্ষ টাকা ছিনতাই করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কূল্যা ইউনিয়নের বিশ্বাস বাড়ি নামক জায়গায় এ ঘটনা ঘটে, বিকাল চারটায় প্রকাশ্য দিবালোকে।
টাকা খোয়ানো যশোর উপজেলার নাভারনের ইয়াছিন,জানায় সে সহ তিন জন ব্যবসার আড়াই লক্ষ টাকা নিয়ে বিকাল চারটার সময় দাঁদপুর গ্রামের বিশ্বাসবাড়ির পোল্ট্রিফার্মের পাশ্বে পৌছালে রামদা ও পিস্তল নিয়ে তাদের গতিরোধ করে। পরে তাদের কাছে থাকা, আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নেয়। স্থানীয়ভাবে লোকজনের সাথে কথা বলে জানা যায়,স্থানীয় শান্ত বাহিনী এ ছিনতাই কান্ড ঘটিয়েছে।
ছিনতাই কান্ডে অংশ নেয় বাহিনী প্রধান আইতলা গ্রামের অহেদ আলীর পুএ রবিউল ইসলাম শান্ত,একই গ্রামের নিজাম গাজীর পুএ মোজাম্মেল ডাক্তার, মহাজনপুর গ্রামের মোক্তারের পুএ সাইফুল, একই গ্রামের আপিলউদ্দিনের পুএ সিরাজুল ইসলাম, আইতলা গ্রামের গফফারের পুএ আযহারুল মো….,একই গ্রামের দিদার গাজীর পুএ মাওলা গাজী,অহেদ আলীর পুএ আলম,আব্দুল খালেকের পুএ রিজাউল ও দাঁদপুর মাদার বাড়ীয়া গ্রামের অহেদ আলীর পুএ মইনুর।
বাহিনী প্রধান শান্ত একযুগ ধরে ডলার পার্টি নামে এলাকায় ছিনতাই করে চলেছে। তার নামে খুলনা ও সাতক্ষীরায় আছে ডজন খানেক মামলা। উপজেলা আওয়ামী লীগের একশীর্ষ নেতা এবং জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার শেল্টারে থেকে শান্ত তার বাহিনী পরিচালনা করে থাকে।এলাকায় সে ডিবির সোর্স পরিচয়েও চাঁদাবাজী করে থাকে।