
আশাশুনি প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আশাশুনি উপজেলার ১৩৯ প্রতিষ্ঠান ও পরিবারকে ঢেউটিন ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৯ জুন হতে বরাদ্দকৃত সহায়তা বিতরণ শুরু করা হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও পরিবারকে গৃহ নির্মান ও সংস্কার কাজে সহায়তার টেলিফোনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। এমপি মহোদয়ের আহবানের প্রেক্ষিতে আশাশুনির জন্য ৩০০ বান্ডেল ঢেউটিন ও ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান, এমপি মহোদয়ের সম্মতিক্রমে ও দিক নির্দেশনায় ১৯ জুন হতে ১৩৯ টি প্রতিষ্ঠান (শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক প্রতিষ্ঠান) ও পরিবারকে টিন ও অর্থ বিতরণ করা হচ্ছে।