বিএম আলাউদ্দীন আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস বিগত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আশাশুনি সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর উপজেলার কারফা গ্রামের মৃত অনিল কৃষ্ণ বিশ্বাসের পুত্র। সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস আশাশুনি উপজেলার খন্ডকালীন সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি কালিগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার ছিলেন। সাব রেজিস্ট্রারের পারিবারিক সূত্রে আরও জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হলে তিনি তার নিজ গ্রামের বাড়িতে যান। সেখান থেকে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বাড়ি পাশ থেকে নিখোঁজ হয়েছেন। সেখান থেকে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসেনি বা তাকে খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার আব্দুল হাফিজের সাথে কথাহলে তিনি প্রতিবেদককে বলেন, আমি সরেজমিনে ২৫ এপ্রিল বাদল কৃষ্ণ বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম বাদল কৃষ্ণ বিশ্বাস অনেকটাই অলৌকিকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি আরো বলেন, আমি বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বাদল কৃষ্ণ বিশ্বাসকে দ্রুত খুঁজে পাওয়া জন্য সকল প্রকার সহযোগিতা কামনা করেছি। তাছাড়া বিগত কয়েক দিনে প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে ব্যাপক চেষ্টা অব্যহত রয়েছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বি আর এস এ) এর পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন জবাবে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২৬ এপ্রিল আইনমন্ত্রী সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলবেন, যাতে আইনমন্ত্রী মহোদয় দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাদল কৃষ্ণ বিশ্বাস কে খুঁজে পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আশাশুনির সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস নিখোঁজ
পূর্ববর্তী পোস্ট