এম আর মাসুদ, আশাশুনি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নে জাতীয় পার্টির পক্ষ থেকে গনসংযোগ করেছেন এড. আলিফ হোসেন। বুধবার (১৬ আগস্ট) বিকালে ইউনিয়নের মহিষকুড় ও নাকতাড়া কালিবাড়ি বাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক ও আশাশুনি সদর জাপার সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রীউলা ইউনিয়ন জাপার সভাপতি জামিরুল ইসলাম, জাপা নেতা মোক্তার হোসেন, আহম্মেদ ফেরদৌস প্রমুখ। গনসংযোগকালে এড. আলিফ হোসেন এলাকাবাসীর খোজখবর নেন এবং বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে জেলা ও কেন্দ্রীয় জাপার দিকনির্দেশনায় তিনি এ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত আশাশুনি গড়ব। আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ (আংশিক) উপজেলাবাসীর উন্নয়নে কাজ করবো।
আশাশুনির শ্রীউলায় জাতীয় পার্টির গণসংযোগ
পূর্ববর্তী পোস্ট