
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস সম্পর্কে জনেসচেতনতা সৃষ্টি ও করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে আশাশুনির শোভনালীতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১১ জুন) শোভনালী ইউনিয়নের গোদাড়া, বৈকারঝুঁটি, বাটরা, বালিয়াপুর, শালখালী, বদরতলা, মজগুরখালী গ্রামসমুহে অসুস্থ ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী ও মাস্ক প্রদান করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোভনালী ইউপি চেয়ারম্যান প্রার্থী আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এস এম মনিরুজ্জামান ডালিম এর ব্যক্তিগত উদ্যোগে ভ্রাম্যমান এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রশাসনের অনুমোতিক্রমে ক্যাম্প উপলক্ষ্যে পূর্বেই ইউনিয়নব্যাপী মাইকিং করা হয় এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসুস্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত তালিকানুযায়ী এবং সংশ্লিষ্টদের তাৎক্ষনিক ফোন পেয়ে গ্রামে গ্রামে/ বাড়ি বাড়ি গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন ডাঃ আরিফ হোসেন ও ডাঃ রুহুল আমিন। এ সময় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের এম এ হামিদ এর পুত্র চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মনিরুজ্জামান ডালিম, মেডিকেল শিক্ষার্থী সানজিদা শারমীন ঐশী, সমাজসেবক হারুন অর রশীদ, মাসুদুর রহমান, শাহিন হোসেন, মুর্শিদ হোসেন, ইসমাইল হোসেন, গ্রামপুলিশ রহমত আলী ও বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্প চলাকালীন বিভিন্ন বাজার ও গ্রামে গ্রামে মহামারী করোনা ভাইরাসের ক্ষতিকারক দিক ও করনীয় সম্পর্কে জনগনকে অবহিত করা হয় ও মাস্ক বিতরন করা হয়। মেডিকেল ক্যাম্পটি ইউনিয়নবাসীর মাঝে বেশ সাড়া জাগায়। চেয়ারম্যান প্রার্থী ডালিম এর এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আয়োজিত ক্যাম্পটি আগামীকাল রবিবার পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।