
#আহত-৬ ,২টি বাড়ি ভাংচুর
# -হামলাকারীদের মামলায় ২ জন জেল হাজতে
# মোশারফ গাইনের এজাহার দায়েরের প্রস্তুতি
# রড ,ধারালো দা ও লাঠিসোটা নিয়ে সিদ্দিক গাইনের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় ।
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির প্রতাপনগরের রুইয়ের বিলে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর সহ ৬ জন আহত হয়েছে । হামলাকারীরা উল্টো মামলা করে ক্ষতিগ্রস্থ মোশারফ গাইনের পরিবারকে হয়রানী করছে । ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০ টায় । হামলার শিকার রুইয়ের বিল গ্রামের খতিব আলী গাইনের পুত্র মোশারফ গাইন এই প্রতিবেদককে জানান, গত বুধবার ৯ এপ্রিল সকালে মামুন গাইনের স্ত্রী শারমিন সুলতানা দিঘলার বাইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের পৌঁছে দিতে যায় । এসময় সিরাজুল গাইনের স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাচ করে শারমিন সুলতানাকে । এই ঘটনায় প্রতিবাদ করায় সাইদুল ও মোশরফের ওপর হামলা করে সিদ্দিক বাহিনী ।
হামলায় গুরত্বর আহত আব্দুল মান্নান গাইনের পুত্র শাহাবুদ্দিন (২৭),মৃত সামাদ গাইনের পুত্র আব্দুল মালেক । এই দুজন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে । তাদের অবস্থা গুরত্বর, তাদের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। ধারালো দায়ের কোপে তারা আহত হয় । এছাড়া আহত হয় আব্দুল মান্নানের পুত্র মেজবাউদ্দীন ,মোশারফ হোসনের স্ত্রী সালমা খাতুন ।
হামলাকারীরা ধারালো দা ,রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় । তারা ফজিলা খাতুন ও মোফাজ্জেলের বাড়ি ভাঙচুর করে।
হামলায় ৬ জন আহত হলেও দুইজন হাসপাতালে ভর্তি হয় । অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করে। হামলায় অংশ নেয় সিরাজুল ইসলাম , ইদ্রিস গাইন ,সাইফুল্লাহ গাইন , আল মামুন , তুহিন , সাদ্দাম, আজমল শেখ , উজ্বল শেখ, মিজানুর গাইন ও দাউদ গাইন সহ ২০ জন । এ হামলার ঘটনার দু‘মাস পূর্বে ইদ্রিস গাইনের পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানার ্ওসি বরাবর জমি জায়গা বিরোধ নিয়ে মোশারফ গাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় । এই ঘটনায় এস. আই রাজিব রুইয়ের বিল গ্রামে গিয়ে জমি মাপা মাপি করে বিরোধ মিমাংশা করে আসে। এই বিষয় নিয়ে ইদ্রিস গাইনের পরিবার ও মোশারফ গাইনের পরিবারে মধ্যে টানাপোড়েন চলছিল । পরবর্তীতে ৯ এপ্রিল সকালে শিশুদের নিয়ে যাওয়ার পথে মোশারফ গাইনের পরিবার আক্রান্ত হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এদিকে হামলাকারী ইদ্রিস গাইনের পরিবারের ২ জন সদস্য আশাশুনি হাসপাতালে ভর্তি আছে । ইদ্রিস গাইন আশাশুনি থানায় মোশারফ গাইনের পরিবারের ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে । শুক্রবার রাত ১১ টায় পুলিশ সালাউদ্দীন , সাহাবুদ্দীন ্ও আব্দুল সালামকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে । । পুলিশের সাথে বাদী পক্ষও রাতে অভিযানে যায় । বাদীর ভাইপো তুহিন ও সাইফুল্লাহ রড দিয়ে শাহাবুদ্দিনকে বেদম মারপিট করে পুলিশের কাছে সেপার্দ করে। পুলিশ আব্দুল মান্নানের পুত্র সালাউদ্দীন ও আব্দুল ছালামকে গ্রেপ্তার করে । এদিকে শুক্রবার দিবাগত রাতে আনুলিয়া ইউনিয়নের একসোরা গ্রামের প্রতারক কালি দাশের পুত্র মহাদেব দাশ আশাশুনি থানার ওসির নাম করে মোশারফ গাইনের পরিবারের সদস্য আব্দুল হাকিমের নিকট থেকে ৫ হাজার এবং মেজবাহর নিকট থেকে ১০ হাজার টাকা তার নিজস্ব মোবাইলে (০১৯২৩-৮৭০১৩৮ ) বিকাশের মাধ্যমে গ্রহন করে। এই প্রতিবেদক মহাদেব দাশের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাতক্ষীরা জেলা তারেক জিয়া পরিষদের সদস্য সচিব দাবী করেন।