আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে ৭জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার (১ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান এ সকল প্রার্থীদের স্ব স্ব পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। প্রতীক দেওয়ার পর উপস্থিত প্রার্থীদের নির্বাচন আচারন বিধি সম্পর্কে অবগত করেন। তিনি বলেন নির্বাচনে আচারন বিধি লঙ্ঘন বা কালোটাকা, পেশি শক্তিসহ বিভিন্ন অনিয়ম দেখা দিলে প্রার্থীতা বাতিল এবং ভোট স্থগিত করা হবে। আগামী ১৬ জানুয়ারী এ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । তবে বর্তমান চেয়ারম্যান দীপংকর বাছাড় (দিপু) ও সাবেক চেয়ারম্যান আবুহেনা সাকিল দুটি প্যানেলের মধ্যে আভ্যন্তরীন দ্বন্দে শান্তি ভঙ্গের আশাংকা দেখা দিতে পারে বলে অভিভাবক মহাল ও প্রার্থীরা আশংকা করছে বলে জানিয়েছেন। বর্তমান চেয়ারম্যানের প্রার্থীর নাম ও প্রতীক গোবিন্দ মন্ডল (তালাচাবী), রেজাউল জোয়ার্দ্দার (ফুটবল), প্রভাষক নাজমুছ শাহাদাৎ (মই) সাবেক চেয়ারম্যানের প্রার্থীর নাম ও প্রতীক টানা ৪র্থ বারের ইউপি সদস্য আকতার হোসেন (মোরগ), জাহিদুল ইসলাম (ছাতা), কুতুব উদ্দীন (চেয়ার), সংরক্ষিত হোসনে আরা খাতুন (কলস) প্রতীক এবং নুর ইসলাম (বদর) (আনারস) স্বতন্ত্র প্রার্থী হিসাবে অভিভাবক সদস্য পদে নির্বাচন করবেন। দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানাগেছে।
পূর্ববর্তী পোস্ট