
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়নের বড় দুর্গাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্কুলটি পরিদর্শনে যান উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা।
নতুন নিয়মে স্কুল খোলার পর স্কুলের কার্যক্রম পরিদর্শন করে স্কুলের সার্বিক অবস্থা দেখেতে ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন। স্কুল পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের স্বাস্থ্য বিধি প্রতিপালন, ওয়াশবøক-বাথরুম এবং শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্নতা, শিখণঘাটতি পূরণে ত্বরান্বিত শিখন পরিকল্পনার ব্যবহার, ডিজিটাল স্মার্ট শ্রেণিকক্ষ পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।