
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের মরহুম আব্দুল গাফফার গাজীর জৈষ্ঠ্য পুত্র মোক্তার হোসেন (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ জুন) বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক আরিফুল ইসলামের মামা শশুর মোক্তার হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় ১মাস হৃদরোগে আক্রান্ত হয়ে গ্রাম ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলেন। শরীরের অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও করোনা ভাইরাসের টেস্ট করান হয়। ১১ জুন করোনা নেগেটিভ রিপোর্ট আসে এবং ১২ জুন আনুমানিক রাত ২.৩০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন যোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।