
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা শুরু করেছেন মোঃ মাহাবুবুল হক ডাবলু। ৯০ এর আন্দোলনে জেলা ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেখান থেকে অদ্যবধি তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি শুরু করে বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আশাশুনি উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে পর পর দুই বার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন সততার সাথে। ৯০ এর ছাত্র আন্দোলনের জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। আশাশুনি উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি সহকারী অধ্যাপক হিসাবে আশাশুনি মহিলা কলেজে কর্মরত আছেন। মাহবুবুল হক ডাবলুর এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। প্রচার-প্রচারণা সমানে চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক করে চলেছেন। তার জীবনে আর কিছু চাওয়ার নেই বলে দাবি তার। শুধু জনগণের সেবা করতে চান।
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের অনেকের সাথে কথা বলে জানা যায়, এলাকায় ভাল মানুষ হিসেবে মাহবুবুল হক ডাবলুর সুনাম রয়েছে। এছাড়া সমাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে তার পদচারণা রয়েছে। পাশাপশি নেতাকর্মীদের সাথে রয়েছে প্রতিনিয়ত যোগাযোগ। আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য তিনি যোগ্য প্রার্থী বলে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটি এম আকতারুজ্জামান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সহ এলাকার জনসাধারন জানান ।
মাহাবুবুল হক ডাবলু জানান, আমি নির্বাচিত হলে সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে অসহায় ব্যক্তিদের পাশে থেকে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এলাকায় মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান, রাস্তাঘাট কালভার্ট, ড্রেনসহ সবকিছুর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। তিনি আশাবাদী, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন।
তিনি বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করে যাব।