
আশাশুনি প্রতিবেদক : আশাশুনির বাইনতলায় বিদ্যুতের লাইনে বাধাইয়া ৩ টি গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
লিখিত এজাহার ও গরুর মালিক সূত্রে জানাগেছে, বাইনতলা গ্রামের মৃত বাবর আলী মোল্যার ছেলে রফিকুল মোল্যা ঘটনার দিন সন্ধ্যায় মাছের ঘের থেকে বাড়ি তার পোষা ৩টি গরু বিলে চরানোর জন্য ছেড়ে দেন। প্রতিবেশী মিয়ারাজ মোল্যা বসত বাড়ির পাশে মেলে ক্ষেতে বিদ্যুতের তার ফেলে ফাঁদ দিয়ে রেখেছিলেন। গরু তিনটি তার ক্ষেতে গেলে ফাঁদে আটকে মারা যায়। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। গরু তিনটি নাড়া, কুটু দিয়ে ঢেকে রেখে সুযোগ মত বিভিন্ন স্থানে নিয়ে ফেলে দেয়া হয়। ১ এপ্রিল বেলা ১১ টার দিকে নুর মোহাম্মাদ সানা তার ডোবার ভেতর একটি গরু, আরশাদ সানার ডোবার ভেতর আরেকটি এবং জালাল মোল্যার ডোবার মধ্যে ৩য় গরুটি মরা অবস্থায় পাওয়া যায়। গরুগুলো বিদ্যুতের ফাঁদে পড়ে মারা গেলে টেনে অন্যত্র নেওয়া হয় তার চিহ্ন দেখেছে বলে গরুর মালিক জানান।