
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে এক রাতে ৩ বাড়ি ও এক মৎস্য ঘেরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বাঁকড়া গ্রামের সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়ের মৎস্য ঘেরের বাসার তালা খুলে চোরেরা একটি স্যালোমেশিন ও বাসায় থাকা দেবনাথ সরকারের একটি বাই সাইকেল চুরি করে নিয়ে গেছে।
একই রাতে গ্রামের সোহাগ মাষ্টার (হাফি) এর বাড়ীর চিলেকোঠা দিয়ে ভিতরে ঢুকে চোরেরা আলমারীর তালা কৌশলে খুলে নগদ ৫০০০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। একই রাতে আনিচ সরদারের ঘরের তালা খুলে নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চ লাইট এবং ভ্যান চালক গরীবুল্লাহ’র বাড়ী থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এছাড়া মাঝে মধ্যে এলাকার বিভিন্ন বাড়ি, মৎস্য ঘের ও দোকানপাটে চুরির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।