আশাশুনি সংবাদদাতা:
আশাশুনির কাদাকাটি দরগাহপুর ও কুল্যা ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কুল্যা ইউনিয়নের বিভিন্ন স্লইচগেট গেট, মোকাম খালি ¯স্লইচগেট এর পানি নিষ্কাশন ব্যবস্থা করেন। পরে বন্যা দুর্গত তেতুলিয়া, যদুয়ারডাঙ্গা, কাদাকাটি হলদে পোতা, কচুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও বন্যা দুর্গতদের খোঁজখবর নেন।
এসময় কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল হুদা, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে মাহবুবুর রহমান, স্থানীয় মেম্বার উত্তম কুমার সানা ও ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব ইয়াকুব আলী প্রমুখ তার সাথে ছিলেন।