
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন শনিবার উক্ত লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।
“শেখ হাসিনার উদ্যোগ, বিনামূল্যে সোলার বিদ্যুৎ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগান বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিপ লাইট স্থাপনের কাজ করা হচ্ছে। এরই আওতায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এরবরাদ্দকৃত স্ট্রিট লাইট কল্যানপুর গুচ্ছগ্রাম ও হিজলীয়া বাস স্ট্যান্ডে স্থাপন করা হয়েছে।