
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সংক্রান্ত সচেতনতা মূলক বিশেষ ক্লাস। পরিচালনা করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম। এ সময় তিনি পৃথক পৃথক ক্লাস ও আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সাহস এবং বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত রেজাল্ট করতে ব্যর্থ হচ্ছে। ভালো কিছু করতে পারার অদম্য বিশ্বাস আর সাথে চেষ্টা ও পরিশ্রম করতে পারলে ভাল কিছু করা সম্ভব। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধা বিকাশে বিঘ্ন ঘটে। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে আমরা সেটাই করতে বা জানতে আগ্রহী হই। আমাদেরকে খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। এসময় তিনি বাল্য বিবাহের অভিশাপ থেকে দুরে থাকার আহ্বান জানান। সর্বশেষ তিনি যে কোন বিষয়ে থানার সহযোগিতার প্রয়োজন হলে তিনি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সোমবার বেলা ১২টায় প্রথমে দরগাহপুর কলেজিয়েট স্কুল ও পরে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে এ বিশেষ ক্লাস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল ও প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল। পৃথক পৃথক ক্লাস ও আলোচনা সভায় দরগাহপুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মুকুলের পরিচালনায় অভিভাবক সদস্য মেহেদী হাসান সরদার, শাহিনুর রহমান, শেখ তারুন, হাফেজ আসলাম, সহকারী প্রধান শিক্ষক এইচ এম আলাউদ্দীন, শেখ আশিকুর রহমান, গোপাল চন্দ্র সরদার, কার্তিক চন্দ্র ঢালী, মহাসিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।