জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার চাপড়ায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন (রাজ) এর রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে চাপড়া ব্রীজ সংলগ্ন নব নির্মীত ভবনে কার্যালয় উদ্বোধন করা হয়।
আশাশুনির মানিকখালীতে অবস্থিত সুবৃহৎ বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন (রাজ) বিএনপি নেতা হিসাবে দাপিয়ে বেড়াচ্ছেন। উপজেলার ১১ ইউনিয়নে তার দলীয় নেতাকর্মী তার পক্ষে ও বিএনপির পক্ষে বিভিন্ন কার্যক্রম করে আসছেন। তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য চাপড়ায় রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম। ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় আলোচনা রাখেন, আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন (রাজ), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার আলম লিটন, শ্রমিক কল্যাণ সমিতি কুল্যার মোড়ের সভাপতি আক্তারুজ্জামান মনি, ইউপি সদস্য সুবির মিত্র উজ্জল প্রমুখ। আলোচনা সভা শেষে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। সবশেষে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গাউছুল হোসেন (রাজ) কে ফুল দিয়ে বরন করে নেন।

