
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার ঘাসটিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দীপক সরকারকে মারপিট ও কামড়িয়ে আহত করার অভিযোগ উঠেছে বারানাশপুর গ্রামের আব্দুল মজিদের বিরুদ্ধে। ইতিপূর্বে তিনি জনৈক রফিকুল ও দীলিপ সরকারকেও কামড়িয়ে আহত করেন বলে সাতনদীর অনুসন্ধানে উঠে এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের দীপক সরদারকে মারপিট ও কামড়ে আহত করে ক্ষ্যান্ত হয় নি মজিদ গং। তাদের হুমকীতে স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে দীপক সরকারের শিশু পুত্র মিরন্ময় সরকারের।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, আশাশুনি উপজেলার ঘাসটিয়া বিলে ৩ শতক জমি ঘাসটিয়া গ্রামের বাসুদেব সরকারের সাথে এওয়াজ করে আব্দুল মজিদ। যে জমিতে অন্যান্য জমির সাথে মৎস্য ঘের করে আসছে বাসুদেব সরকারের পুত্র দীপক সরকার। বাসুদেবের কাছ থেকে নেওয়া এওয়াজকৃত সম্পত্তি চেউটিয়া গ্রামের ফুঁলচাদ সরদারের পুত্র রুহুল আমিন সরদারের কাছে ২০২৪ সাল পর্যন্ত লীজ ডিড দিয়েছেন আব্দুল মজিদ। এক্ষণে আব্দুল মজিদ বাসুদেব সরকারকে দেওয়া তার ৩ শতক জমি আর দিবে না বলে জবর দখলের চেষ্টা করে। এমতাবস্থায় গত রবিবার (২ জুলাই) সকালে দীপক সরকারের মৎস্য ঘের থেকে নেট জাল উঠিয়ে বাড়িতে নিয়ে যেতে থাকে আব্দুল মজিদ, তার স্ত্রী আছমা ও তাদের মেয়ে তানিয়া। খবর পেয়ে ঘেরমালিক দীপক সরকার স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের বাড়ির সামনে রাস্তায় যেয়ে আব্দুল মজিদকে তার নেট ফেরৎ দেওয়ার জন্য এবং নেট তুলে আনার কারণ জিজ্ঞাসা করলে আব্দুল মজিদ, তার স্ত্রী আছমা ও তাদের মেয়ে তানিয়া দীপক সরকারকে এলাপাতাড়ি মারপিট ও কামড়িয়ে আহত করে। এসময় গরু কেন্র উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া দীপক সরকারের লুঙ্গির কোমরে রাখা ১ লক্ষ ৭৫ হাজার টাকার কোন হদিস পাওয়া যায় নি। তাদের হাত থেকে কোন রকমে রেহাই পেয়ে ভুক্তভোগী দীপক সরকার স্থানীয় মেম্বর মনিরুলের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তার উপর হামলা করে মজিদ গং। একপর্যায়ে মেম্বরের বাড়ির লোকজন দীপক সরকারকে তাদের বসত ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে। অব্যাহত হামলা ও মারপিট করেও ক্ষান্ত হয়নি মজিদ গং। ঘাসটিয়া গ্রাম থেকে খাবার পানি সংগ্রহ, বাজার, বিদ্যালয় নিত্য নৈমিত্তিক সকল কাজে বাইরে যাওয়ার রাস্তা আব্দুল মজিদের বাড়ির সামনে দিয়ে। আব্দুল মজিদ গংদের অব্যাহত হুমকীর কারণে বাইরে বেরুতে পারছে না দীপক সরকারের পরিবার। এমনকি তার শিশু পুত্র কাকবসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মিরন্ময় সরকার মজিদ গংদের হুমকীতে স্কুলে ও প্রাইভেটে যেতে পারছে না।
এ ঘটনার প্রত্যাক্ষদর্শী ঘাসটিয়া গ্রামের মৃত: গঙ্গাধর সরকারের পুত্র কুমোদ সরকার জানান, “সকাল ৯ টার দিকে আমি যখন বাজার থেকে বাসায় আসছিলাম তখন দেখি মনিরুল মেম্বরের বাড়ির সামনে মজিদের স্ত্রী আছমা ও মেয়ে তানিয়া দীপকের কোমরে দুই পাশ থেকে লুঙ্গি ধরে ঝুলে আছে আর মজিদ এলোপাতাড়ি কীল ঘুষি মারছে। পরে দেখি দীপকের আঙুল, গলায় ও পিঠে কামড়িয়ে রক্তাক্ত করেছে আব্দুল মজিদ।”
আব্দুল মজিদ গংদের এমন হামলা, মারপিট ও হুমকীতে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের। অনতিবিলম্বে মজিদ গংদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।