
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে এক বৃদ্ধার ভিটাবাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে নির্যাতন ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধা প্রতিকার প্রার্থনা করে আশাশুনি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ছাদের গাজীর কন্যা মালেকা খাতুন জানান, তার স্বামী তাদের দু’কন্যা সন্তানসহ তাকে ফেলে রেখে চলে যায়। ভরণ পোষণ ও কোন খোঁজ খবর না নেওয়ায় নিরুপায় হয়ে মহিলা দুই কন্যাকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেয়। সেই থেকে মহিলা পিতার ভিটায় চাম্পাখালী মৌজায় ৩০/৩৫ বছর বসবাস করে আসছেন। মহিলার কোন পুত্র সন্তান না থাকায় মহিলার ভাই আজগার গাজী ও ভাইপো নাজমুল তাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের হীন লক্ষ্যে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মহিলার ল্যাট্রিন ভেঙ্গে দেয়। অসহায় মহিলা ল্যাট্রিনের অভাবে অসহায় হয়ে পড়েছে। ৫৭৩ ও ৬৪২ দাগে তার ৫ শতক জমির মধ্যে ইতিমধ্যে বিবাদীরা প্রায় ৩ শতক জমি জবর দখল করে নিয়েছে। ল্যাট্রিন ভেঙ্গে সেখানে ইটের গাঁথনির ঘরের কাজ গক রবিবার থেকে শুরু করেছে। অসহায় বৃদ্ধা নিষেধ করতে গেলে তাকে মারধর করতে যাওয়া হয়। এমনকি ‘জমি আমি নিয়েছি পারলে দেখে নিগে’ বলে আস্ফালন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অসহায় ও সস্পূর্ণ নিরুপায় বৃদ্ধা বাংলাদেশ সেনা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।