
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ দুরারোগ্য ব্যধি কান্সারে আক্রান্ত রোগি গোলাম মোস্তফা মোড়লের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রাস্তায় পড়ে হারিয়ে গেছে। হারানো দ্রব্যাদি ফেরৎ পেতে সকলের কাছে আকুতি জানানো হয়েছে।
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের গোলাম মোস্তফা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বিভিন্ন ডাক্তার, ক্লিনিক ও হাসপাতালে ছুটে ফিরতে তিনি এখন ক্লান্ত হয়ে পড়েছেন। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে তিনি কেমো থেরাপীর ২য় ডোজ দিয়ে গত শুক্রবার (৭ আগস্ট) রাত্র ১১ টার দিকে সাতক্ষীরা থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। বুধহাটায় পৌছে দেখেন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ভর্তি শপিং ব্যাগ পথে পড়ে গিয়েছে। সেই থেকে অনেক খোজাখুজি, মাইকিং করে প্রচার ও বিভিন্ন পয়েন্টে জানিয়েও তিনি কাগজগুলো পননি। কোন সহৃদয় ব্যক্তি কাগজপত্রগুলো পেয়ে থাকলে ০১৮৬৫১৭৪৪২০ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।