
মাসুদুর রহমান মাসুদ: আশাশুনির কুল্যা ইউপি তে গ্রাম আদালাতের রায় বাস্তবায়ন করা হয়েছে। রায় বাস্তবায়নে উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলার চুড়ান্ত শুনানীতে নিষ্পত্তিকৃত ক্ষতিপূরণ আদায়ের টাকা আকবদনকারীর হাতে তুলে দেয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মামলার আবেদনকারী গুনাকরকাটি গ্রামের মৃত নিজাম উদ্দীন এর পুত্র আব্দুল আলিম এর হাতে টাকা তুলে দেন গ্রাম আদালতের ন্যায় বিচারক কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম আদালত সহকারী মুনছুর রহমান ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২৭শে জুন আব্দুল আলিম বাহাদুরপুর গ্রামের মৃত অধীর কর্মকারের ছেলে বিকাশ কর্মকার, প্রভাষ কর্মকার এবং কচুয়া গ্রামের মৃত নিমাই ঘোষের ছেলে শংকার ঘোষের বিরুদ্ধে কুল্যা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে এ আবেদনটি দায়ের করেন। গ্রাম আদালত বিধি অনুযায়ী উভয় পক্ষ থেকে চারজন প্রতিনিধি মনোনিত করা হয়। মনোনিত প্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী চুড়ান্ত শুনানীতে তার ক্ষতিপূরণ দেয়ার পক্ষে রায় প্রদান করা হয়। উক্ত ক্ষতিপূরনের টাকা রবিবার মামলার আবেদনকারীর হাতে তুলে দেয়া হয়।