
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় কিশোর গাং কর্তৃক এক যুবককে মারপিট করে মারাত্বক আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কুল্যা ব্রীজের উপর এ ঘটনা ঘটে। এব্যাপারে আহত মুরাদ হোসেনের মা রেহেনা বেগম বাদী হয়ে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
লিখিত এজাহার সূত্রে জানাগেছে আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মুরাদ হোসেন কুল্যা ইউনিয়নের দাঁদপুর গ্রাম থেকে তার ক্রয়কৃত আম গাছ থেকে আম পেড়ে মটরভ্যান যোগে বাড়ীতে আসছিলো। এসময় তার সাথে থাকা একই গ্রামের সামছুর সরদারের ছেলে সাইদুল্যাহ সরদার তার অপর সঙ্গী একই গ্রামের আলম সরদারের ছেলে রানা সরদার ও নূর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে গোপনে যোগসাজোস করে মুরাদ হোসেনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। এ দিন সন্ধ্যা ৭টার দিকে ঘটনা স্থলে পৌছানো মাত্রই রানা সরদার ও মোস্তাফিজুর রহমান আম ব্যবসায়ী মুরাদ হোসেনের মটর ভ্যানের গতিরোধ করে। পরে সাইদুল্যাহ সরদারসহ তার দুই সঙ্গী মুরাদ হোসেনকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে মারাত্বক ভাবে যখম করে। এতে করে মুরাদ হোসেনের মুখের দাঁতের মাড়ি ভেঙ্গে যায়। আহত অবস্থায় মুরাদ হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় হামলাকারীরা তার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মা রেহেনা বেগম প্রথমে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় আহত মুরাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এমতাবস্থায় অসহায় মা ছেলের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট প্রশানের কাছে জোর দাবী জানিয়েছেন।