মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে পাঞ্জেগানা মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
কুল্যা ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজে আসা ব্যক্তি ও পরিষদের সদস্যবর্গের নমাজের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশবৃন্দ ও স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।