
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলায় কুল্যায় ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক উপহার বেড শীট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় কচুয়া গার্লস স্কুলে এ বেড শীট বিতরণ করা হয়।
আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কচুয়া, হামকুড়া, বাহাদুরপুর, আরআর কাদাকাটি গ্রামের ৭০ জন স্পন্সর শিশুর মধ্যে বেডশীট বিতরণকালে উপস্থিত ছিলেন, কচুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারি প্রধান শিক্ষক করুনাময় সানা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিট সাহা, ফ্যাসিলিটেটর রমেশ চন্দ্র দাশ, তুহিনুর রহমান, খাদিজা খাতুন, মহিমা খাতুন, লিপিকা সরকার প্রমুখ।