
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি বাজার থেকে যুব মজলিস ফুটবল মাঠ পর্যন্ত ইটের সোলিং ও কাচা রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েছে। কাদাকাটি বাজার হতে প্রতাপনগর রাস্তা প্রকল্পের আওতায় এ রাস্তাটি কার্পেটিং সড়ক হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন যাবত সেটি না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
জানাগেছে, কাদাকাটি বাজার থেকে হাজীবাড়ি, সানাবাড়ি, বেগেরবাড়ী ও সরদার বাড়ী, তারক মেম্বারের বাড়ি ও পাথরঘাটা হয়ে হোলদেপোতা পর্যন্ত ৪.২৭ কিলোমিটার এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, কাদাকাটি দাখিল মাদ্রাসা, কাদাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়াও কাদাকাটি গ্রামটি অনেক বড় হওয়ায় এ রাস্তার দু’পাশে সহ¯্রাধিক পরিবার বসবাস করে।
তাদের কাদাকাটি বাজার, বুধহাটা, আশাশুনি, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
এ ব্যাপরে একাধিক এলাকাবাসী জানান, গত তিন বছর আগে শুনেছিলাম এ রাস্তাটি পিচের কার্পেটিং এর জন্য বরাদ্ধ হয়েছে। কিন্তু সেখান থেকে অধ্যবধি পর্যন্ত তার কোন অগ্রগতি হয়নি। এলাকাবাসীর কষ্ট লাঘবে রাস্তাটি যাতে দ্রæত পিচের কার্পেটিং রাস্তায় পরিনত হয় তার ব্যবস্থা গ্রহনে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।