আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজ পরিদর্শন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ পরিদর্শন করা হয়।
আনুলিয়া ইউনিয়নে অসহায় মানুষের কর্ম সংস্থানের মাধ্যমে আয়ের পথ নিশ্চিতকরণে সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, শ্রমিকদের কাজে অংশগ্রহন, কাজের মানসহ বিধিমোতাবেক কাজ হচ্ছে কিনা তা দেখতে এ পরিদর্শন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় প্রকল্পের সর্দারকে কাজ এগিয়ে নিতে দিক নির্দেশনা প্রদান করেন পিআইও সোহাগ খান।